খবর ডেক্সঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার এসআই সামসুল আরেফিন, এএসআই রেজওয়ান ও তাদের সঙ্গীয় ফোর্স উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউড়া গ্রাম থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ সুফিয়া বেগম (৪৫) নামের ঐ মহিলা মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে সুন্দাউড়া গ্রামের মৃত শওকত আলীর স্ত্রী।
পরে এসআই সামসুল আরেফিন বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, ‘গ্রেফতারকৃত সুফিয়া বেগম দীর্ঘ দিন থেকে এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কৌশলের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিল।