নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২১
৭:৪৩ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোম্পানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আহাদ (৩১) ও ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের আফতাব আলীর ছেলে ইকবাল হোসেন (২০)।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান, উপ-পরিদর্শক সুকোমল ভট্টাচার্যের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে টুকেরগাঁওয়ের গাউসিয়া মার্কেটের পিছনে জলিল আহমেদের কলোনীতে অভিযান পরিচালনা করে আহাদ আহমদকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করেন। এ সময় তার হেফাজতে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে আদর্শ গুচ্ছগ্রাম ভোলাগঞ্জে আফতাব আলীর ঘরে অভিযান পরিচালনা করে ইকবাল হোসেনকে ৩ বোতল ভারতীয় বিয়ারসহ গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *