কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২৪ অক্টোবর সকাল ০৭টা ৫৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীবাড়ি হইতে দয়ার বাজার রাস্তার উপর ফয়জুল ইসলামের বাড়ির সামনে ৯৫ পিস ইয়াবাসহ মধ্য রাজনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আমিনুল ইসলাম (৪১) কে গ্রেফতার করা হয়
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।আমরা কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।