আজকের খবরঃ দ্রুততম সময়ের মধ্যে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার অনলাইন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সংগঠন যাত্রা শুরু করেছে।
‘কোম্পানীগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদ’ নামে গঠিত এ সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আত্নপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার উপজেলার একটি অস্থায়ী কার্যলয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়ার সভাপতিত্বে এ কমিটি গঠিত হয়। নবগঠিত কোম্পানীগঞ্জ অনলাইন সম্পাদক পরিষদে দৈনিক সীমান্ত ডটকম’র সম্পাদক আলী হোসেনকে সভাপতি ও আজকের খবর ডটনিউজ’র সম্পাদক আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটিতে সময়ের খবর ডটকম সম্পাদক মানিক মিয়াকে সহ সভাপতি, দৈনিক একাত্তর বাংলা ডটকম সম্পাদক এম এ এইচ শাহিনকে অর্থ সম্পাদক, দলইরগাঁও নিউজ ডটকম সম্পাদক নূরুল মুত্তাকীনকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়াও সিলেটের দিগন্ত ডটকম সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, জনতা ২৪ ডটকম সম্পাদক ইমরান আহমদ ও সিলেটের কন্ঠ ডটকম সম্পাদক লবীব আহমদকে কার্যকরি সদস্য করা হয়েছে।