আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে এবং সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলি আমজদ ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামিলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ১০ টায় কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার অলি আহাদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামিম আহমদ।
এতে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, অফিসার ইনচার্জ কে.এম. নজরুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলি আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন সহ আরো অনেকে।