যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে দিনটি উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলি আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।