খবর ডেস্কঃ- কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঈদ পরবর্তী ঈদপুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সাবেক ছাত্রদল নেতা মোঃ মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় ও সাবেক ছাত্রদলনেতা রাইসুল ইসলাম রাজনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশ্ব মহামারি করোনার প্রাদুর্ভাবে দলের নির্দেশনায় সামাজিক কার্যক্রম, অসহায়দের সহযোগিতা দলীয় নেতা-কর্মীদের ভুমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে ছাত্রদল ও যুবদলের আহ্বায়ক কমিটিকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা ছাত্রদল/যুবদলের নেতৃস্থানীয় সকলের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সদ্য সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে আগামী কমিটি করার জন্য আহ্বান জানানো হয়েছে।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আইনুল হোসেন, শফিকুল ইসলাম সফর, রাসেল আহমদ,জাকির হোসেন, বর্তমান ছাত্রদল নেতা হিফজুর রহমান, সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমদ পাভেল, আরিফ চৌধুরী রাজ, ফরিদ উদ্দিন, মামুন আহমেদ, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন সিয়াম, সেলিম উদ্দিন, শরীফ আহমদ, রাসেল আহমদ, খাইরুল আমিনসহ আরো অনেকে।