কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক,সাবেক জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উত্তর সিলেটের সালিশ ব্যক্তিত্ত্ব মনির উদ্দিনের (৬৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু ও যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ উপজেলা যুবদলের নেত্রী বৃন্দ।
কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ী গ্ৰামের মনির উদ্দিন ২৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩টা ২৯ মিনিটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোক বার্তায় যুবদল নেত্রীবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা মহান আল্লাহ্ রাব্বুল আল আমীনের কাছে প্রার্থনা করেন যেনো মরহুমের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।