খবর ডেস্কঃ- উত্তর সিলেটের বৃহত্তম অরাজনৈতিক ছাত্র সংগঠন “কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) দক্ষিণ রণিখাই ইউনিয়ন শাখার ” উদ্যোগে মাদকের বিরুদ্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দক্ষিণ রণিখাই ইউনিয়ন অফিসে ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকনের সভাপতিত্বে ও ছাত্র পরিষদ সভাপতি শাহ আলম স্বাধীন ও সাধারণ সম্পাদক শোয়েব আহমদের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দক্ষিণ রণিখাই ইউনিয়নে চলমান মাদকের ব্যবসা ও মাদক সেবনের বিষয়ে আলোচনা হয়। দক্ষিণ রণিখাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কিছু অসাধু লোক মাদক ব্যবসার সাথে জড়িত। বর্তমান করোনার সময়েও বাহিরের এলাকা থেকে লোকজন এসে দক্ষিণ রণিখাই এলাকায় মাদক সেবন করে।
এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এলাকার ছাত্র সংগঠন বেশ কয়েকদিন ধরে খাগাইল বাজারে আন্দোলন করে আসছে। কিন্তু, শহর বা বাহিরের এলাকা থেকে মাধক সেবনকারী লোকদের আসা-যাওয়া কমতেছে না৷ তারা বিভিন্ন উপায়ে আন্দোলনরত লোকদের ফাঁকি দিয়ে মাদক সেবন করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে দক্ষিণ রণিখাই ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান, সকল ওয়ার্ডের মেম্বার ও মুরব্বি, এলাকার সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা করে।
উক্ত মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান কর্মসূচি চালিয়ের যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে এবং এলাকার সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন মাধকের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার। মাদকের বিরুদ্ধে আগামী শুক্রবারে প্রতি ওয়ার্ডের মসজিদে আলোচনা করার জন্য আহ্বান জানানো হয়। এবং ছাত্র পরিষদ এর এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ রণিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল আহমদ, ১নং ওয়ার্ডের মেম্বার রইছ মিয়া, ২ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল খালিক, ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওয়াদুদ শাহীন, ৭নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার কুতুবউদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার জিয়া উদ্দিন।
এতে এলাকার মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ রণিখাই ইউনিয়নের জামাল উদ্দিন, আনা মিয়া, মাওলানা সোহেল, ইকবাল হোসেন ইমাদ, আব্দুল মতিন, ইলিয়াছ মিয়া, হোসাইন আহমদ, এহসান উদ্দিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রুপক চন্দ্র দাশ, ন্যাশনাল এডুকেশন ট্রাস্টের কোম্পানীগঞ্জ সভাপতি ফরিদ উদ্দিন, দক্ষিণ রণিখাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকেছ আহমদ, ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন সহ দক্ষিণ রণিখাই ছাত্র পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র জমিয়ত ও এলাকার রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও অনলাইন মিডিয়াকর্মী ও উপস্থিত ছিলেন।