জুলাই ৩১, ২০২০
১:৪৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের দক্ষিণ রণিখাই ইউনিয়ন শাখার ঈদ শুভেচ্ছা

ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলাসহ দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ- কোছাপ দক্ষিণ রণিখাই ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বাণীতে দক্ষিণ রণিখাই শাখার সভাপতি শাহ আলম স্বাধীন বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের একটি দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে”।

সাধারণ সম্পাদক শোয়েব আহমদ বলেন, “আবারো এলো মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের দিন ‘ঈদ’। বছরে আমরা দুটো ঈদ উদযাপন করি। একটি ঈদ উল ফিতর এবং অন্যটি ঈদ উল আযহা। আনন্দের এই দিনটি ঘিরে আমাদের বিভিন্ন আয়োজন আর পরিকল্পনার কোন কমতিই থাকেনা। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবসহ প্রতিবেশিদের সাথে ভাগাভাগি করে নেই ঈদের আনন্দ। যদিও গত ঈদের মতো এবারো পুরো মুসলিম বিশ্ব করোনা মহামারীর কারণে ঘরবন্দী এক ভিন্নরকম ঈদ পেতে যাচ্ছে। তবুও ঈদ মানেই আনন্দ, খুশি”।

ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পরিশেষে ঈদুল আয্হা উপলক্ষে দেশবাসী সকলের প্রতি রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *