আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার থেকে এক ইয়াবাসহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৫ আগস্ট) ২৫ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৩৭) নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার বুড়ি ডহর গ্রামের চান্দ আলীর ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এস.আই তরিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৪ টায় থানা বাজারে অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে. এম. নজরুল জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই কোন না কোন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছি আমরা। কোম্পানীগঞ্জ থেকে মাদক নির্মূল না করা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।