কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ তারিখ শনিবার ইউনিয়নের তিন ৩নং ওয়ার্ডে এ উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নং ওয়ার্ড মেম্বার মো. বিল্লাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মো. জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ বাস শ্রমিক সমবায় সমিতির সভাপতি মজনু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মো. দুলাল মিয়া,ইসমাইল মিয়া, আরজু মিয়া, ফারুক আহমেদ, মো. সিরাজুল ইসলাম, মো. কামাল মিয়া, মোহাম্মদ আজমল ভূঁইয়া, রহিমা বেগম প্রমূখ। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোহাম্মদ নাসির উদ্দিন।
সভায় স্থানীয়রা গ্রামের রাস্তা ও ড্রেন নির্মাণ ও হাই স্কুলের মাঠ ভরাটের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. জামাল উদ্দিন বলেন, নিজের আঙ্গিনা ও আশপাশের রাস্তাঘাট সকলকে পরিষ্কার রাখতে হবে । নিজের সন্তানদের স্কুলে শিক্ষার জন্য পাঠাতে হবে । ধর্মীয় শিক্ষার জন্য মক্তবের কুরআন শিক্ষা দিতে হবে এবং এলাকা বাল্যবিবাহ ও মাদক মুক্ত রাখতে সকলের সহযোগিতা চান। ওয়ার্ডের সবাইকে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যেককে দুটি করে বৃক্ষরোপনের অনুরোধ জানান।