বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিপন আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।
ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক কাজী আমির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি সুহেল আহমদ, সিলেট মহানগর সভাপতি নীলকণ্ঠ দাশ, সাধারণ সম্পাদক বিমল দাশ, সদর উপজেলা সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজল রায়, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, প্রধান শিক্ষক শাহরিয়ার আল আজাদ, মোঃ সামছুন নুর, আফজল হোসেন। পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আক্তার হোসেন তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল খালিক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি আপ্তাব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, শিক্ষক নেতা, আব্দুর রহিম, সিদ্দিকুর রহমান, মাইনুল ইসলাম, সুহেল আহমদ, কাউছার আহমদ, উজ্জ্বল আহমদ প্রমুখ।