খবর ডেস্ক: কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা রোববার সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একই সভায় যুক্তরাজ্যস্থ কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা আমিনুর রশিদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ শাব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমানের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আমিনুর রশিদ। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সালুটিকর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাকির উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আলীম, সহ সভাপতি মইন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, কোষাধ্যক্ষ সোহেল রানা, অফিস সম্পাদক আনোয়ার সুমন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আলী হোসেন, পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, সদস্য ফখর উদ্দিন, নুরুল মুত্তাকিন ও ফারুক আহমদ প্রমুখ।