নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৩
১১:০৮ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন পদায়িত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১ লা) ফেব্রুয়ারী রাত ৯ টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন ও উত্তর পূর্ব পত্রিকার প্রতিনিধি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সবুজ সিলেট ও ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি আব্দুল আলীম, সহ-সভাপতি দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা ও সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সানের প্রতিনিধি হাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বানীর প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রতিনিধি আলী হোসেন, অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও সকালের সময়ের প্রতিনিধি শাহিন মিয়া, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক একাত্তরের কথা পত্রিকার ফটো সাংবাদিক ফখর উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য দৈনিক একাত্তর পোস্টের প্রতিনিধি হামিদ মিয়া ও হাওরাঞ্চলের কথার প্রতিনিধি ফারুক আহমদ।

এ সময় নবাগত ওসি হিল্লোল রায় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। এর আগে ওসি হিল্লোল রায় বিয়ানীবাজার থানার ওসি ছিলেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *