জানুয়ারি ১, ২০২১
১০:৫৫ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাজ্জাদ হোসেন দুদু

আজকের খবরঃঃ- ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন দুদু ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

সাজ্জাদ হোসেন দুদু  বলেন, কালের আবর্তে আরো একটি বছর পেরিয়ে গেল। করোনা মহামারীর মধ্য দিয়ে নানা ঘটনা দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিলো।

গত বছরের সকল ব্যর্থতা ও হতাশার গ্লানিকে ঝেড়ে ফেলে এবং সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।

আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক আনন্দময়, আমি এই কামনা করি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *