আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্ত থেকে ৪৪টি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
১৯ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টায় নারাইনপুর গ্রামের বোর্ডার থেকে এই গরু গুলো নিয়ে যায় বিএসএফ।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও তারা তাদের গরু সীমান্ত এলাকায় মাঠে নিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে আচমকাই ১২/১৪ জন বিএসএফ তাদেরকে তাড়া করে মাঠে রাখা ৪৪টি গরু নিয়ে যায়।
কালাসাদেক বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম জানান, আমরাও জেনেছি বাংলাদেশের ৪৪টি গরু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিয়ে গেছে। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাদের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।