সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর ক্রাশিং মেশিন এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোট পরিচালনা করছে। এসময় ব্যবসায়ীদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়ে পরিবেশ বিপর্যয় ঠেকাতে শুক্র ও শনিবার ক্রাশিং মেশিন বন্ধ রাখা সহ রাস্তায় পানি ছিটানোর সিদ্ধান্ত হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৯টি মামলায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা করা হয়।
দিনব্যাপী এ অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের ব্যাটালিয়ন আনসার এর সহায়তায় অবৈধ ভাবে স্থাপিত ক্রাশিং মেশিন এর বিরুদ্ধে মোবাইল এ মোবাইল কোট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেন বলেন, পরিবেশর ছাড়পত্র ছাড়া কয়েকশত ক্রাশিং মেশিন স্থাপিত হয়েছে। ১৯টি মামলায় ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও এ সময় চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি, সম্পাদক, ক্রাশিং মেশিন মালিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় শুক্র ও শনিবার ক্রাশিং মেশিন বন্ধ দিনে দুই বার পানি ছিটানো এবং দ্রুত ক্রাশিং জোনে মেশিন স্থানান্তরের সিদ্ধান্ত হয়।