সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খায়েরগাঁও “ভাই ভাই ফুটবল একাদশ” এর নতুন জার্সি উন্মোচন ও বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার বিকালে খায়েরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠান হয়।
সাবেক ফুটবলার মোঃ ফুরকান আহমদের সভাপতিত্বে ও তরুণ ফুটবলার “ভাই ভাই ফুটবল একাদশ” এর অধিনায়ক মোঃ দ্বীন ইসলাম আদনান এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও কোম্পানীগঞ্জ সমিতি সিলেট এর সহ-প্রচার সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল, সাবেক ফুটবলার লুকিসলাম, শাহ আরফিন মিয়া, নোয়াব আলী, আক্তার হোসেন, রফিকুল ইসলাম, তাজুল ইসলাম, নজরুল ইসলাম ।
অনুষ্ঠানে এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল বলেন, বাংলাদেশ এখন খেলাধুলায় অনেক দূর এগিয়ে গেছে, আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াড় অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। আমি এই গ্রামেরই সন্তান, আমি ফুটবল খেলেছি ও ভালবাসি। আমি চাই আমার গ্রামেও একসময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তিনি আরও বলেন, খেলাধুলা খারাপ কাজ থেকে বিরত রাখে, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলা বিকল্প নেই। যারা খেলার প্রতি আগ্রহ হয়ে কাজ করে গেছেন এবং অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন তাঁদেরকে ধন্যবাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল, খায়েরগাঁও কেরামত আলী যুব সংঘের খেলোয়ার নজরুল ইসলাম, শাকিল আহমেদ, জাবেদ আহমেদ, সুমন আহমেদ, মাহিন খান, খাইরুল ইসলাম, কবির মিয়া, পলাল আহমদ, লিটন মিয়া, জামাল আহমদ, আল আমিন, “ভাই ভাই ফুটবল একাদশ”এর খেলোয়ার মনির হোসেন, মোঃ সুজন আল হাসান, সুমন আহমদ রানা, মাসুম বিল্লাহ, সৌহরাফ হোসাইন, রাসেদ আহমদ জয়, শামীম আহমদ হৃদয়, জুনাইদ আহমদ, সবুজ আহমদ, কামরুল ইসলাম, সিয়াম রানা প্রমূখ।