সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৮৭৩ জনের মৃত্যু হলো।
সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৬৮০টি নমুনা পরীক্ষায় ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ ভাগ। এ নিয়ে এ বিভাগে ৪৮ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হলো। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। একই সময়ে সুস্থ ৫৫১ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৬৯৫ জন।