অক্টোবর ১৬, ২০২০
৮:১৬ অপরাহ্ণ
গিয়াস সানির ‘তুই বেঈমানের মুখ’ ১ মিলিয়ন ভালোবাসায় সিক্ত

গিয়াস সানির ‘তুই বেঈমানের মুখ’ ১ মিলিয়ন ভালোবাসায় সিক্ত

খবর ডেক্সঃ- তুই বেঈমানের মুখ’ গানের মাধ্যমে নতুন রেকর্ড গড়লেন তরুণ গীতিকবি গিয়াস সানি। গানটি ইউটিউবে প্রকাশের পর দর্শকদের কাছে বেশ সাড়া ফেলে । বর্তমানে গানটি এক মিলিয়ন ভিউয়ের ঘর।

গত কয়েক মাস আগে ইউটিউব চ্যানেল ‘সবার টিভি’থেকে গানটি প্রকাশিত হয়। গানটির কথা, সুর, কণ্ঠে মুগ্ধ করেছে শ্রোতা-দর্শকদের। যার প্রমাণ বলা যায় ১০ লাখ (এক মিলিয়ন) ভক্তদের ভালোবাসা।

গিয়াস সানি বলেন, এটা সত্যিই অবিশ্বাস্য। আমি নিজেও ভাবিনি আমার লেখা কোনও গান এত দ্রুত এভাবে চারপাশে ছড়িয়ে পড়বে। গানটি আমার খুব পছন্দের । এরজন্য আমি গানটির সংশ্লিষ্ট সবাইকে জানাই কৃতজ্ঞতা। এমন একটা গান উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে।

এদিকে গানটি ইতোমধ্যে ফেসবুক,লাইকি,টিকটকে ভাইরাল হয়েছে । এছাড়াও অনেক শিল্পীরা ইউটিউবে নিজেদের চ্যানেলে কাভার করেছেন ।

‘তুই বেঈমানের মুখ’ গানটির কথা লিখেছেন গিয়াস সানি, সুর করেছেন সালমান সোহাগ, আর কন্ঠ ও সংগীতায়োজনে ছিলেন এএইচ তুর্জ।

উল্লেখ্য-দেশ বরণ্য কন্ঠ শিল্পী দিলরুবা খান,বেলাল খান,এফএ সুমন,রফিকুল আলম,মশিউর বাপ্পি,গরীব সঞ্জয়,আশরাফুল পাভেলসহ অনেক শিল্পীরা গিয়াস সানির লেখা গান গেয়েছেন।

গানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন

https://youtu.be/46jwcy_GHCo?list=RD46jwcy_GHCo&t=113

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *