নভেম্বর ৩, ২০২০
৮:৪৯ পূর্বাহ্ণ

গোয়াইনঘাটে পলাতক আসামি গ্রেফতার

খবর ডেক্সঃ- সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর-১৭৫/১৭ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার বাদেপাশা বাজার থেকে। থানার এএসআই সুফিয়ান সঙ্গীয় ফোর্সদের নিয়ে উপজেলার নতুন ভাঙ্গা হাওর গ্রামের আফতাব আলীর পুত্র পলাতক আসামী মোঃ কয়েছ মিয়া ( ৩৮ )কে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত কয়েছ মিয়া দির্ঘদিন থেকে পালিয়ে থাকা অবস্থায় নানা সময়ে এলাকায় চন্দ্ম বেশে আশা যা করতো। যার কারনে দীর্ঘদিন থেকে পালিয়ে থাকা সম্ভব হয়েছে।
এ ব্যপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ স্বার্বক্ষনিক জিরো ট্রলারেন্সে নিতিতে আটল রয়েছে। এজন্য গোয়াইনঘাট থানা পুলিশ নিয়মিত বিভিন্ন অপরাধ ও অপরাধী দমনে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। আর তারই অংশ হিসেবে থানার এএসআই সুফিয়ান অত্যান্ত বিচক্ষণতার সহিত পলাতক আসামী মোঃ কয়েছ মিয়া(৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
রাত সাড়ে ১১টায় এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত কয়েছ মিয়া থানা হাজতে রয়েছে। আগামী কাল জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *