ডিসেম্বর ২১, ২০২০
১১:০৭ পূর্বাহ্ণ

গোবিন্দগঞ্জে হিরোইন সহ সাবেক ইউপি সদস্য আতাউল হক আতা আটক

খবর ডেক্সঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিরোইন সহ কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাদক সম্র্রাটখ্যাত আতাউল হক আতা মেম্বারকে আটক করেছে পুলিশ। সে আরজি শাহা পুর গ্রামের মৃত মনির উদ্দীনের পুত্র।

গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার ও এএসআই আসাদুলের নেতৃত্বে একটি টিম রোববার রাত ১০ টার দিকে তাকে আটক করতে গেলে সে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।

তার কাছ থাকা মোটরসাইকেলের সিটের নীচ থেকে একটি সিগারেটের প্যাকেটে রাখা ৩ পুড়িয়ায় ২০গ্রাম হিরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হিরোউনের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন জানান, আতা মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দেয় হিরোইন সহ নানা ধরণের মাদক ব্যবসা চলিয়ে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *