খবর ডেক্সঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জে অদ্য ০৯ নভেম্বর দুপুর ১২.৪৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ শফিকুল, এএসআই মোঃ সাইফুল ইসলাম-২, মোহাম্মদ আলী, ও মোমিনুল এর সমন্বয়ে একটি টিম গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্ত ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামস্হ পলাতক আসামী হেলাল এর শয়ন কক্ষের টেবিলের ড্রয়ার হতে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা ও জিনের রানী ১/ রওশন আরা বেগম(২৮) স্বামী জিনের বাদশা হেলাল মিয়া সাং মারিয়া সাহেববাড়ী ও সহযোগী আসামি ২/ আনারুল (৩০) পিতা আঃ মালেক সাং মারিয়া উভয় থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা দ্বয়কে আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩৬ হাজার টাকা। এই বিষয়ে তাহাদের বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামী আনারুলের বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক ও নারী শিশু মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নভেম্বর ৯, ২০২০
১০:২৬ অপরাহ্ণ