গোয়াইনঘাটের ৮ নং তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের আব্দুস সালামের পুত্র মাওলানা ইসলাম উদ্দিন (২০) বিদ্যুৎপৃষ্ট হয়ে বসত ঘরে মারা গেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকার সময় বাড়িতে বিল্ডিং কন্সট্রাকশনের কাজের জন্য পুকুর থেকে মটর দিয়ে পানি তুলতে মটরের লাইনে সমস্যা দেখা দেয়। তখন সে ভুল বশত ছেড়া লাইনে হাত দিয়ে দেন এবং সাথে সাথে শক করে মারা যান। অতি দ্রুত তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনার খবর পেয়ে সালুটিকর পুলিশ ফাড়ির লোকজন এসে লাশ নিয়ে যায়।