খবর ডেক্সঃ- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ৷গত কাল ০৬ /০১/২০২১ রোজ বুধবার সন্ধা ৭.৩০ মিনিটের সময় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়াইনঘাট থানার অফিসার ইনর্চাজ ওসি আব্দুল আহাদের দিক নির্দেশনায় এস আই আতিকুজ্জামান জুনেলের সঙ্গনীয় ফোর্স এস আই মাসুম আলম সহ অভিযান পরিচালনা করে ৷
পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক ধৃত আসামী -রুনু মিয়া (২১),পিতা কামাল হোসেন, সাং- পান্থুমাই, থানা- গোয়াইনঘাট জেলা সিলেট গ্রেফতার ৷এবং ওপর অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক ধৃত আসামী ময়না মিয়া, পিতা- পিতা- মৃত উসমান আলী, সাং- তারুখাল, থানা গোয়াইনঘাট ,জেলা সিলেট ৷
আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে পুলিশ।
ধৃত আসামীদের জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান থানা পুলিশ।