অক্টোবর ৪, ২০২০
৫:১৯ অপরাহ্ণ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

খবর ডেক্সঃ
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার পাতলী কোণা এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলার পাতলী কোণা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল, এএসআই রাজিব রায়, এএসআই সুফিয়ান ও এএসআই দিভাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহণকারী সদস্যরা পালিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বড় একটি চালান আসছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। গোয়াইনঘাট উপজেলাকে যেকোন মূল্যে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *