খবর ডেক্স:- সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ১০বোতল মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার গুচ্ছগ্রাম আসামপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (২ নভেম্বর) সকালে গোয়াইনঘাট থানার এসআই মাসুম আলম, এএসআই দিবাস চন্দ্র দাস ও এএসআই সালাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোয়াইন- সারিঘাট সড়কের গোয়াইন ব্রীজের রাস্তা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় ১০বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ এক ব্যক্তি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের সু-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতী চলছে। গোয়াইনঘাটকে যেকোন মূল্যে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
নভেম্বর ২, ২০২০
৬:২৩ অপরাহ্ণ