খবর ডেক্সঃ-গোয়াইনঘাটে প‚র্নানগর বল্লা সেচ প্রকল্পের ৫ কেভি’র ৩টি ট্রান্সফরমার গত ১৭ ডিসেম্বর রাতে চুরি হলে দিশেহারা হয়ে পড়েছে প্রকল্পের দু’শতাধিক কৃষক পরিবার। বিএডিসির সেচ প্রকল্প হলেও কৃষকদের খাদ্য উৎপাদনের স্বার্থে এগিয়ে আসছে না কেউ। ফলে কৃষকরা চোখে অন্ধকার দেখছেন। ব্যাহত হওয়ার আশঙ্কা প্রায় দুই কোটি টাকার খাদ্য উৎপাদন।
গ্রামের লোকজন জানান, আমরা বিষয়টি থানায় জিডি করেছি। বিএডিসি, পল্লীবিদ্যুতের দ্বারে দ্বারে হাঁটছি কেউই পাত্তা দিচ্ছেন না। আমাদের এখন ভরা মওসুম, জমিতে চারা লাগানোর সময় নেই পানি। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ না হলে চাষাবাদ করায় উপায় নেই। পরিবার পরিজন নিয়ে অনাহারে মরার অবস্থা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান মিয়া বলেন, এখানে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ প্রয়োজন না হলে উৎপাদন ব্যাহত হবে। গ্রামবাসী মানুষের পেটের খোরাক তথা দেশের খাদ্য উৎপাদনে সংশ্লিষ্টদের এমন উদাসীনতা সাধারণ কৃষকদের হতবাক করছে। সংশ্লিষ্টরা জরুরি বিত্তিতে ট্রান্সফরমার স্থাপন করে দেশের খাদ্য উৎপাদনে সহযোগিতা করবেন এমন প্রত্যাশা সচেতন মহলের