সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং বেড়াতে এসে মাদ্রাসা ছাত্র ইমরান আহমদ পানিতে ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর আজ তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইন নদীতে আজ বেলা দুইটায় নিখোঁজ হওয়ার জায়গা থেকে ২০/২৫ হাত সামনে তার লাশ পানিতে ভেসে উঠে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ফায়ার সার্ভিস ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
সিলেট পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ইমরান আহমেদ (১৮) নিখোঁজ হয়। ইমরান টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে।