গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং সার্কেল এএসপি প্রবাস কুমার সিংহের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬আগষ্ট) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে দুই প্রেসক্লাব সদস্যদের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনজুর আহমেদ।
বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মালিক, বর্তমান সভাপতি মোঃ আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ দাশ, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক সোহেল রানা, অফিস সম্পাদক আনোয়ার সুমন, ক্রীড়া সম্পাদক আলী হোসেন, পাঠাগার সম্পাদক আকবর রেদওয়ান মনা, কার্যকরি সদস্য শাহিন আলম, আব্দুল জলিল, শফিক আহমদ কালাম, ফখর উদ্দিন, নুরুল মুত্তাকিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য আলী হোসেন, আবুল কালাম আজাদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য রুহুল আমিন বাবুল, ফারুক আহমদ, লবিব আহমদ প্রমুখ।
সভায় দুই উপজেলার সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরির ওপর গুরুত্বারোপ করেন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সাংবাদিক নেতারা।
পরে একইস্থানে গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহের সাথে মতবিনিময় সভা করেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সভায় সার্কেল এএসপি দুই উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ যেকোন অপরাধ দমনের কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ দেবনাথ উপস্থিত ছিলেন।