বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির সিইও রাসেলকে গ্রেপ্তার করে র্যাব সংগৃহীত
বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযান চালিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর মোহাম্মদপুরে তার বাসায় অভিযান শুরু করে বাহিনীটি।
বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।
র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, ইভ্যালির বিষয়ে একটি মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের র্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় ইভ্যালির একজন গ্রাহক মামলা দায়ের করেন।