চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে মীর পাড়ায় সৃষ্ট অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন বায়েজিদ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।