আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
আগস্ট ১১, ২০২১
৮:১৬ অপরাহ্ণ
চট্টগ্রামে ট্রাক চাপায় এএসআই নিহত

চট্টগ্রামে ট্রাক চাপায় এএসআই নিহত

চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের চাপায় পুলিশ উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মাসুদুর রহমান(৫০) নিহত হয়েছেন।আজ বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বায়েজিদ থেকে দুই নং গেইটের দিকে আসার সময় পেছন থেকে ট্রাকটি চাপা দেয়।পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা দুপুর পৌনে ২টার দিকে মাসুদুর রহমানকে মৃত ঘোষণা করেন।নিহত এএসআই নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মাসুমুর রহমান বলেন, বায়েজিদ থেকে মোটরসাইকেল যোগে আসার পথে ২ নম্বর গেইট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এএসআই মো.মাসুদুর রহমান গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *