আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২১
৮:০৩ অপরাহ্ণ
চট্টগ্রামে পাহাড় কাটায় ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড়া কাটা, ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা করায় ১ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) নগরীর বায়েজিদের সমবায় আবাসিক প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- নাসির উদ্দিন (৩৭), দি নাগরিক কো-অপারেটিভ সোসাই এলাকার ড্রিমল্যান্ড, মেসার্স আল্লামা ওয়াশিং প্লান্ট, নাসিরাবাদ শিল্প এলাকার ফেব্রিক কানেকশান ও দি নাগরিক কো-অপারেটিভ সোসাইটি এলাকার মেগা ফার্নিচার।বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটা ও ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে নাসির উদ্দিনকে ২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে ড্রিমল্যান্ডকে ২৫০০০ টাকা, ছাড়পত্র ও ইটিপিবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেসার্স আল্লামা ওয়াশিং প্লান্টকে ১ লাখ টাকা, ছাড়পত্র নবায়নবিহীন ও ইটিপি অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ফেব্রিক কানেকশানকে ৭৫ হাজার টাকা ও ছাড়পত্রবিহীন ফার্নিচার কারখানা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মেগা ফার্নিচারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *