চট্টগ্রামে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করায় ৪ জনকে ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।তারা হলেন- উত্তর কাট্টলী এলাকার নুরুল আলম, কোতোয়ালীর আমিনা বেগম, পাহাড়তলীর সাবিনা বেগম ও লালখান বাজারের জাহিদুল ইসলাম, রবিবার (৮ আগস্ট) নগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর এই জরিমানা করা হয়েছে। এছাড়া কালুরঘাট এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডকইয়ার্ড পরিচালনা করায় মাইনুদ্দিন নামের এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী। তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় ৪ জনকে জরিমানা করা হয়েছে। তাদের জরিমানার টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
আগস্ট ৮, ২০২১
৮:০৯ অপরাহ্ণ
