আব্দুল করিম চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানার অপরাধপ্রবণ আমবাগান এলাকায় জুয়ার বোর্ডসহ ক্লাবঘর গুড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান।ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, আমি সরেজমিনে এ অভিযান পরিচালনা করি ও জুয়ার আসর উচ্ছেদ করি। উপস্থিত এলাকাবাসীর এ ধরণের জুয়ার ব্যবসা না করার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। একাজে যে জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে।তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন, আমার থানা এলাকায় এমন জুয়ার আসর চলবে না। এমন কর্মকাণ্ডের সাথে আমাদের থানা পুলিশের কোন ধরনেরসম্পৃক্ততা থাকবে না। কমিশনার স্যারের নির্দেশে আমরা সচেষ্ট। আমার থানাধীন এলাকায় এমন কোন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। এমন অভিযান সবসময় পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অক্টোবর ১০, ২০২০
৬:৫০ অপরাহ্ণ