অক্টোবর ১০, ২০২০
৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজারের ‘সন্ত্রাসী’ অন্তু বড়ুয়া গ্রেপ্তার

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার আলোচিত ‘সন্ত্রাসী’ অন্তু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।অন্তু বড়ুয়া নগরের চকবাজার বড়ুয়া পাড়ার সুকুমার বডুয়ার ছেলে।চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন জানান, আগের দুইটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানাবো।জানা যায়, অন্তু বড়ুয়া চকবাজার কেন্দ্রিক গড়ে উঠা কিশোর গ্যাং ‘লিডার’ নুর মোস্তফা টিনুর অনুসারী হিসাবে চকবাজার এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল।টিনু কারাগারে যাওয়ার পর ‘লিডার’ পরিবর্তন করে যোগ দেন বহদ্দারহাট এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ এসরারুল হক এসরালের গ্রুপে। এরপর বাপ্পী ও ফারুক ইসলাম নামের দুই ছাত্রলীগ নেতার অনুসারী হিসেবে পরিচিতি পায় অন্তু।সম্প্রতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চকবাজার গেলে সেখানে মারামারিতে লিপ্ত হয় অন্তু।অভিযোগ রয়েছে, চকবাজার এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে অন্তু বড়ুয়া জড়িত। ক্ষমতাসীন দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে ওঠা অন্তু এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।সন্ত্রাসীদের বিরুদ্ধে নবাগত সিএমপি কমিশনারের কঠোর অবস্থান দেখানোর মধ্যে অবশেষে আগের দুই মামলায় গ্রেপ্তার হল অন্তু বড়ুয়া।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *