চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের একটি গোপন বৈঠক থেকে ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে থানার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের অদুরপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোনাফ।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে থানার অদুরপাড়া এলাকার একটি বাসায় জামায়াতের গোপন বৈঠকের সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১৯ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।