অক্টোবর ৪, ২০২০
৫:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম স্টেশন এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার-২

চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রাম নগরীর নতুন রেল স্টেশনের সামনে এবং টিএন্ডটি রোড এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে একজন রোহিঙ্গা। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল থানার পাটওয়ারী বাড়ির মৃত সহিদ উল্লার ছেলে মো. মামুন (৩৩) ও উখিয়া থানার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জাফর আহমদের ছেলে মো ইয়াছির (২২)। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নতুন রেল স্টেশনের সামনে এবং টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *