চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা দুই কনটেইনার বিদেশি সিগারেট আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কনটেইনার দুইটি খোলা হলে তথ্য গোপন করার বিষয়টি ধরা পড়ে।
কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম চৌধুরী ২ কনটেইনার সিগারেট আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন ‘ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ ঘোষণায় কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেডের নামে চীন থেকে চালানটি বন্দরে আসে।
চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের হালিশহরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড।তিনি আরো জানান, কনটেইনারে দুইটিতে কী পরিমাণ সিগারেট রয়েছে তা পরিমাপ করা হচ্ছে। অধিকতর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।