চট্টগ্রাম নগরীর খুলশীতে ময়লা ফেলা নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেফতার করেছে। তারা হলেন- আনু বেগম (৪০) ও তৈয়বিয়া (২৬)।
রোববার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার লালখান বাজার মতিঝর্ণা ৫ নম্বর লেইনে এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান।
তিনি বলেন, ‘মতিঝর্ণা এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে রোববার দিবাগত রাতে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক নামে এক বৃদ্ধ নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনু বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এরপর ডবলমুরিং থেকে গ্রেফতার করা হয় তৈয়বিয়া নামে আরেক নারীকে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হচ্ছে।