আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃঃ-
চট্রগ্রাম নগরীর হালিশহর থানার গলিচিপা পাড়ার একটি পুকুর থেকে নিখোঁজ শাহাজাহানের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাজাহান হালিশহর উত্তরা আবাসিক এলাকার শামসুল হকের ছেলে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, ১০ দিন আগে শাহাজাহান নামের এই ব্যক্তি নিখোঁজ হয়। পরে এ ঘটনায় হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৩০৮ নং) করা হয়।
জুলাই ২৭, ২০২১
৯:২৯ অপরাহ্ণ
