খবর ডেক্সঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন কর্মসূচি করেছে জেলার নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।
রোববার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি করে সংগঠনটি।মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার সঙ্গে জড়িত বাসের চালক, হেলপারসহ সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা সিলেট জ- বাস নং ১১০৭২৩ একটি যাত্রীবাহী বাসে আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ বাড়িতে আসার জন্য দিরাইগামী বাসে ওঠেন ওই তরুণী।বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও হেলপার মিলে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যায়, গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার রাতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার জানান, বাসে তরুণীকে একা পেয়ে বাস চালক হেলপার এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন। বাসটি আটক করা হয়েছে। চালক হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে।