খবর ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বরমসিদ্দিপুর গ্রামের হেলাল ও তৈয়ব আলীর বিরুদ্ধে “বরমসিদ্দিপুর গ্রামের তৈয়ব আলীর কাছে জিম্মি শ্রমিকরা” এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় একাধিক মাদক মামলার আসামী হেলালের ভাই দুলাল কতৃক ফেইসবুকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন। শুধু হুমকি নয় দুলাল “সাংঘাতিক ও Be careful বলেও হুসিয়ারী উচ্চারণ করেন এবং নেক্সটাইম কিছু লেখালেখি করার পূর্বে উক্ত বিষয়ে যারা আপনার থেকে ভাল জানে তাদের কাছ থেকে ভাল করে জেনে শুনে তার পর হাটার চেষ্টা করবেন তা নাহলে হিতে যে, বিপরিত হয় এটা অবস্যই আমার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই” বলেও হুসিয়ারী করেন।
এ দিকে নিউজ প্রকাশের পূর্বে দুলাল এই সাংবাদিককে ফোনে তার ভাই হেলাল ও তৈয়ব আলী বিজিবির লাইনম্যান বলে স্বীকার করে অনুরোধ করেন নিউজ না করতে।
জানাযায়, করোনার আগে ১২৫৫ নং পিলার সংলগ্ন বড়পুঞ্জি বাজার অবস্থিত। হেলাল ও তৈয়ব আলী সেই বাজারে (পান শুপারি) সাধারণ ব্যাবসায়ীর কাছ থেকে জুর পুর্বক টাকা উত্তোলন করেন। বর্তমানেও ভারত থেকে পাথর আনিয়ে শ্রমিকদের কাছ থেকে ৫ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করেন বলে অভিযোগ রয়েছে।
এলাকার অনেকেই জানান, তারা দুজন করোনার আগে রাতে বিজিবিকে ফাঁকি দিয়ে মাদক প্রাচার করতেন। এবং কিছু মাদক আটকও করেন কালাইরাগ বিজিবি ক্যাম্প। হেলাল কতৃক নির্যাতিত ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিডিও ক্লিপও রয়েছে এই সাংবাদিকের হাতে। এদিকে হেলাল নিজেও এই সাংবাদিকের শুভাকাঙ্ক্ষীর কাছে হুমকিস্বরূপ হুশিয়ারী করেন যে “তার কোন সমস্যা হলে আমারে দোষারোপ করবেন না”।
এই বিষয়ে নিরাপত্তা চেয়ে থানা ও গোয়েন্দা বিভাগে মামলা করবেন বলে জানিয়েছেন এই সাংবাদিক।