নভেম্বর ১৩, ২০২০
৯:৫৬ অপরাহ্ণ

চার হাত-চার পা নিয়ে জন্ম, কিছুক্ষণ পরই মৃত্যু

খবরডেক্সঃ- ময়মনসিংহে চার পা, চার হাত ও এক মাথাবিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার ২০ থেকে ২৫ মিনিট পরই শিশুটি মারা যায়। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এই শিশুর জন্ম হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানাকে সিজার করার জন্য ভর্তি করেন।
পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়। তবে শিশুটি জন্ম নেয়ার কিছুক্ষণ পরই মারা যায় বলেও জানান তিনি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *