খবর ডেক্সঃ- চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জের ছনবাড়ি বন বিটের ছয় বনপ্রহরীকে মারপিট করে ২ গাছ চোরকে ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। গুরুতর আহত বন প্রহরীদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় আত্মরক্ষার্থে বন প্রহরীরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ওই বনের গাতাবাড়ি নামক স্থানে। এ ঘটনায় বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান বাদী হয়ে ৪০জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি মামলা করেছেন।
জানা যায়, বিকেলে ছনবাড়ী বিটের সংরক্ষিত বনের ভেতর গাছ কাটার খবর পেয়ে বনকর্মীরা অভিযান চালায়। অভিযানে লাতুরগাঁও গ্রামের আব্দুল হামিদের পুত্র মোঃ ফারুক মিয়া ও আব্দুল নূরের পুত্র তৌফিক মিয়াকে হাতেনাতে ধৃত করা হয়। ধৃত গাছ চোরদেরকে হবিগঞ্জ কোর্টের হেফাজতে নিয়ে যাওয়ার পথে গাতাবাড়ি নামকস্থানে ৪০/৫০জনের একটি সংঘবদ্ধ গাছচোর চক্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং ধৃতকৃত ২ জনকে ছিনিয়ে নিয়ে যায়। দুর্বৃত্তদের আক্রমণে বনটহল বাহিনীর সদস্য মোঃ সাদেক মিয়া (৪৫), বন প্রহরী সেলিম হোসেন (৫০), বন প্রহরী শিতাংশু কৈরী (৩৫), টহল বাহিনীর সদস্য তাজুল ইসলাম (৩৫), ছিদ্দিক মিয়া (৩৮), ওলি মিয়া (৩৫) গুরুতর আহত হন। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বন টহল বাহিনীর সদস্য সাদেক মিয়ার অবস্থা আশংকাজনক।
এ ঘটনায় ফারুক মিয়া, তৌফিক মিয়া, মন্নর আলী, নোমান মিয়া, জমরুদ মিয়া, পন্ডিত মিয়া, অমৃত মিয়া, জুয়েল মিয়া, রুবেল মিয়া, সোহেল মিয়া ও আফরাজ মিয়ার নাম উল্লেখ সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, গাছ চোর সংঘবদ্ধ দলটি হামলা চালিয়ে এবং গাছ কেটে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।