আজকের খবরঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী জনসভা ও মতবিনিময় সভা করছেন। সাবেক প্রার্থী ও নতুন প্রার্থীরা মেতে উঠেছেন নির্বাচনী প্রচারণায়। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই ভোটারদের মন জয় করতে চলছে তোড়জোড় প্রচারণা।
২০২১ সালের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ভোলাগঞ্জ গ্রামের ফরহাদ হোসেন। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশী সক্রিয় রয়েছেন তিনি। ভোলাগঞ্জ গ্রামের মুরব্বি ও যুবকদের নিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে গিয়ে করেছেন নির্বাচনী জনসভা। এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছনবাড়ী গ্রামে আয়োজন করা হয় নির্বাচনী জনসভা। ছনবাড়ী মন্দিরের পাশে ধামবাড়িতে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ছনবাড়ী, জালিয়ারপাড়, বাবুলনগর, চিকাডহর, নারাইনপুর, পাড়ুয়া ও ভোলাগঞ্জ গ্রামের প্রায় ৪-৫শত ভোটার উপস্থিতি ছিলেন।
এ সময় উপস্থিত ভোটাররা বলেন, ভোলাগঞ্জ গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সন্তান ফরহাদ হোসেন। তার পিতা অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম ফারুক আহমদ (ফারুক চেয়ারম্যান)। আমরা আশাবাদী ফরহাদ হোসেনও তার পিতার মতো জনগণের পাশে থেকে কাজ করে যাবেন। এ সময় উপস্থিত সকলে ফরহাদ হোসেনকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন। তিনিও জয়ী হলে জনগণের সুখে দুঃখে পাশে থাকার কথা জানান।
এর আগে ভোলাগঞ্জ, নারাইনপুর-চিকাডহর, পাড়ুয়া ও রাজারখাল গ্রামে ভোটারদের সমর্থনে নির্বাচনী জনসভা করেন ফরহাদ হোসেন।