খবর ডেস্কঃ- আয়ারল্যান্ড দলের অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন। তিনি ছোট দলের বড় তারকা। বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেও খ্যাতি আছে বেশ। ক্রিকেটে আয়ারল্যান্ড দলটা অপেক্ষাকৃত নতুন হলেও কেভিন ও’ব্রায়েনকে চেনেন সবাই।
আইরিশদের ঘরোয়া লিগের খেলায় এবার এই অলরাউন্ডার এক মজার কাণ্ড ঘটিয়েছেন। বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি একটি গাড়ির কাঁচ ভেঙে দেন। পরে দেখা যায় গাড়িটা তার নিজেরই।
আয়ারল্যান্ডে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেইনস্টার লাইটনিংয়ের হয়ে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৭ বলে ৮২ রানের মারমুখী ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার পথে আটটি ছক্কা মারেন তিনি। তবে এর একটি গিয়ে আঘাত করে পার্কিংয়ে থাকা তার নিজের গাড়িতেই।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডাবলিনে একটি ঘরোয়া ম্যাচে এই ঘটনা ঘটে। বলের আঘাতে তার শখের টয়োটা গাড়িটির পেছনের কাঁচ ভেঙে পড়েছে। ম্যাচ শেষে গাড়ি নিয়ে সোজা টয়োটার সারাইখানায় চলে যান কেভিন ও’ব্রায়েন।
তবে টয়োটা লং মাইল নামে প্রতিষ্ঠানটি টুইট করে কেভিনকে সান্ত্বনা দিয়েছে, ‘দুঃখ পেও না কেভিন, আমরা এটা একদম নতুনের মতো ঠিক করে দেব।’
তবে গাড়ির কাঁচ ভাঙলেও শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ২৪ রানে জিতেছে ও’ব্রায়েনের দল