ছাতকে আরিফ আলী নামের তিন বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। রোববার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ আলী কালারুকা গ্রামের আমিনুর রহমানের পুত্র। ছাতক সিএনজি ষ্ট্যান্ডের সাবেক সেক্রেটারি ইমাদ উদ্দিন জানান, তার ভাতিজা আরিফ আলী সকালে খেলা করার সময় পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের খালে পড়ে যায়। খালের পানি থেকে তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ##
ছাতক প্রতিনিধিঃ
আগস্ট ৮, ২০২১
৯:০০ অপরাহ্ণ
